Posts

Showing posts from April, 2018

এনআইডি সংশোধনযোগ্য কি না জানবেন ভোটারই!

Online Earning Blogger By Zakir Hossain মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবা সহজ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সেবার আওতায় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা ভুল সংশোধনযোগ্য হলে তা আবেদনের আগেই জানতে পারবেন ভোটার। পাশাপাশি কী ধরনের ভুল সংশোধন করতে পারবেন, তাও নির্ধারণ করে দিচ্ছে কমিশন। এ ছাড়া নির্ধারণ হচ্ছে এনআইডিতে সংশোধনকারী কর্মকর্তার নাম ও পদবিও। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এনআইডির পরিচালক থেকে মহাপরিচালক পর্যন্ত। জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা ২০১৪-এর প্রবিধি ২(৫)-এ সংজ্ঞায়িত ৩ ও ৪-এ বর্ণিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের দায়িত্ব নির্ধারণ করে অস্পষ্টতা নিরসনের এ ধরনের উদ্যোগ সংযোজন-বিয়োজন হচ্ছে। কমিশনের অনুমোদন নিয়ে এ-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে এনআইডি নিবন্ধন কর্তৃপক্ষ। নথি পর্যালোচনায় পাওয়া তথ্যমতে, নাম পরিবর্তন ব্যতীত ভোটার তার নিজের নামের বানান সংশোধন করতে চাইলে ফরম-২ জেএসসি, এসএসসি/সমমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধনের পূর